কেরানীগঞ্জে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বেগুনবাড়ি এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায় মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন সড়কটি দিয়ে পারাপার হচ্ছে কয়েক হাজার মানুষ, বেগুনবাড়ি পূর্ব-পশ্চিমপাসের মাঝে কোন চলাচলের রাস্তা না থাকায় প্রতিদিনই একটি না একটি দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। মহাসড়কের কাজ শেষ হওয়ার আগেই সড়ক পারাপারে বেগুনবাড়ি এলাকায় একটি আন্ডারপাস নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

এরআগে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন হাজী মো. সাদেক, নূর হোসেন, শাহিদুল ইসলাম, আল আমিন, বাপ্পি, ইউনুস, ইয়াসিন, জ্যোৎস্না, হোসনে আরা বেগম, মাহফুজা বেগম, নাগিনা বেগম, রত্না বেগম, মুন্নি বেগম, সাহিদা বেগম, মুক্তা বেগম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেরানীগঞ্জে ৭ মার্চের ভাষণ সম্বলিত পঞ্চাশ হাজার লিফলেট বিতরণ

স্বাধীনতা সংগ্রামের প্রথম ডাক প্রামাণ্য ঐতিহ্য বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নতুন …

error: Content is protected !!