ঢাকার কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক নাব নূর ইসলাম বাচ্চু নূর ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ১১ মে কেরানীগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই নেতা।
তার হঠাৎ মৃত্যুতে শোকাহত হয়ে পরেছে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ পরিবার। তার মৃত্যুতে শোক জানিয়েছে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আহব্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ সহ অন্যান্য নেতারা।
তার মৃত্যুতে বেশ কয়েকজন আওয়ামীলীগ নেতার সাথে কথা বললে তারা জানান, নূর ইসলাম বাচ্চু একদিকে যেমন কালন্দী ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে, রাজনীতিতেও তার অবদান অনেক।
তার মৃত্যুতে শোক প্রকাশ করছে নিউজ ঢাকা পরিবার।
মরহুমের জানাজা সোমবার বাদ যোহর চড়াইল খেলার মাঠে অনুষ্ঠিত হবে।