ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডাঃ মঈনুল আহসান, উপজেলা প্রকৌশলী মাহমুদ,উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল আমীন,সমাজ সেবা অফিসার ফখরুল আশ্রাফ, কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান, কেরানীগঞ্জ মডেল থানার পক্ষে পরিদর্শক ইন্টিলিজেন্ড মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা তিতাস কর্মকর্ত বিধান চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক মোঃ ইসমাইল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দল কাদের , তারানগর ইউনিয়ন চেয়ারম্যান হাজি মোঃ মোশাররফ হোসেন ফারুক, বাস্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ আসকর আলী, কলাতিয়া ইউপি চেয়ারম্যান হাজী মোঃ তাহের আলী, শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ হাবিবুর রহমান হাবীব, হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ আনোয়ার হোসেন আয়নাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকিৃন্দ প্রমুখ।
মাসিক সভায় সামনে কোরবানির পশুরহাট, প্রধান প্রধান সড়ক, মহাসড়কে ব্যাটারীচালিত অটোরিকশায় যাতায়াত, মাদক সেবন ও মাদক বিক্রয়কারীদের আইনের আওতায় আনা, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বখাটেদের ধরতে এবং শিক্ষার্থীদের ইভটিজিং রক্ষায় করনীয়, রাস্তাঘাটের উন্নয়ন পরিষ্কার পরিছন্ন ও রাস্তার উপর থেকে বিদ্যুতেরখুটি অপসরণ , মশার প্রকোপবৃদ্ধি কমানো,
করোনার বৃদ্ধি পেয়েছে, করোনা মোকাবেলা মাস্ক ব্যবহার করতে বাধ্য করা, মাস্ক ছাড়া বাসা থেকে বের না হওয়া, বিবিধ বিষয় নিয়ে মাসিক পরিকল্পনা করা হয়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারে সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা প্রদান করা হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে
[sharethis-inline-buttons]