ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে মলম পার্টি চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০।
১৭ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে মলম পার্টির ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ হানিফ হোসেন (২৮) ও ২। মোঃ নাদিম (২৬) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ০২ কৌটা বিষাক্ত মলম, ০২টি মোবাইল ফোন ও নগদ- ৫০০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা মলম পার্টি চক্রের সক্রিয় সদস্য। তারা গত ১৭/১২৮/২০২২ খ্রিঃ তারিখ মোঃ রাব্বি (২২) নামক এক ব্যক্তির চোখে বিষাক্ত মলম লাগিয়ে তার নিকট থাকা মোবাইল ছিনতাইয়ের সময় র্যাবের হাতে গ্রেফতার হয়। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সাধারন মানুষের চোখে উক্ত মলম লাগিয়ে তাদের কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগান সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে