জবি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হলেন নড়াইল জেলা লোহাগাড়া উপজেলার কৃতি সন্তান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদুল ইসলাম নাঈম। তিনি বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন আয়োজক কমিটির প্রচার উপ কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত চিঠিতে তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়। ইতোপূর্বে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও জেলা, উপজেলা, ইউনিয়ন ছাত্রলীগের সকল কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে নেতৃত্বের পরিচয় দিয়েছেন।
নবনির্বাচিত সদস্য সাজিদুল ইসলাম নাঈম তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমি যখন কলেজে উঠি তখন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পদচারণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া এ সংগঠনের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য হতে পেরে আমি সত্যিই গর্বিত। কেন্দ্রীয় ছাত্রলীগ আমাকে আমাকে অবশেষে একটা পরিচয় দিয়েছে আলহামদুলিল্লাহ। সারাজীবন ছাত্রলীগ পরিচয় দিয়েই চলতে চাই এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও প্রসারিত করার জন্য সকল ধরনের সংগ্রামে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ রাখতে চাই।