কুড়িগ্রামে বন্যা কবলিত অসহায়-দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে কেরানীগঞ্জের তরুনদের নিয়ে গড়া সংগঠন বড়িশুর যুব সংঘ।
সংগঠনটির পক্ষ থেকে কুড়িগ্রামে প্রত্যান্ত বন্যার্ত অঞ্চলে প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
খাদ্য সহায়তার মধ্যে ছিলো চাল-৫কেজি ডাল-১কেলি পোলাউ চাল-১কেজি সেমাই-২প্যাকেট তেল-১কেজি চিনি-১কেজি সাবান-১পিস। এছাড়াও নগদ অর্থ দিয়ে অনেক পরিবারকে সাহায্য করা হয়েছে,এবং পরে একটি মাদ্রাসায় ১০টি ফ্যান কিনার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে
[sharethis-inline-buttons]