কুবির চলমান পরীক্ষা স্থগিত করতে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সুপারিশ

কুবি প্রতিনিধি: দেশজুড়ে কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরে চলমান সকল পরীক্ষা স্থগিত করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

বৃহস্পতিবার (২৪ জুন) পরীক্ষা কমিটির সদস্য কলা ও মানবিক অনুষদের ডিন ড. এম এম শরিফুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে পরীক্ষা কমিটির সুপারিশ পর্যালোচনা করে জরুরী একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কুবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের। তিনি বলেন, আমরা সুপারিশ পাওয়ার পর তার উপর ভিত্তি করে একাডেমিক কাউন্সিলের জরুরী মিটিং ডাকব। সম্ভাব্য সেটা আগামীকালই হতে পারে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, গত ১৩ জুন থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আটকে থাকা পরীক্ষা চালু করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিয়ে বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হানায় নববধূর স্বর্ণলঙ্কার লুট,নারীদের মারধর, জখম! 

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলজিইডি রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিয়ের বাড়িতে সশস্ত্র …

error: Content is protected !!