কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগ পরিবারের পক্ষ থেকে ১৫০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

ঢাকার কেরানীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেছে কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগ পরিবার। ১৮ আগষ্ট চড়াইল মাঠে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ছিলো দেশের সকল স্তরের মানুষের জন্য চিন্তা ভাবনা করা। সকল স্তরের মানুষের খোজ খবর রাখা। আজকে জাতীয় শোক দিবস উপলক্ষে ইয়ামিন,জিলহজ্ব ও কালিন্দী ইউনিয়ন পরিবার যেভাবে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে তারা  বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিই করছে। সকলের উচিত ইয়ামিন , জিলহজ্বের মতো অসহায় মানুষদের পাশে দাড়ানো।

কামরুল ইসলাম আরো বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করার জন্য আমেরিকা পাকিস্তানকে সপ্তম নৌবহর পাঠিয়েছিলো। আমাদের খাদ্যের জাহাজ বঙ্গপসাগর থেকে ফেরত পাঠিয়েছিলো আমেরিকা। বাংলাদেশের স্বাধীনতা আমেরিকা কখনো মেনে নেয় নাই। তারা সব সময় পাকিস্তানের পক্ষে ছিলো। আমেরিকা সব সময় ই বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে কথা বলেছে। কেরানীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে কালিন্দী ইউনিয়নের পক্ষ থেকে  দুস্থদের মাঝে খাবার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য এ্যড: কামরুল ইসলাম।

এ্যাড: কামরুল ইসলাম আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছিলেন ঠিকি, কিন্তু মুক্তি দিতে পারেন নি। আমাদেরকে সেই মুক্তি দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।১৫ বছর আগের বরংলাদেশ আর এখন বাংলাদেশ রাত আর দিনের মতো পার্থক্য। করোনা আর রাশিয়া যুদ্ধের কারনে মানুষ এখন হয়তো সাময়িক কষ্টে আছে। কিন্তু সামগ্রিক ভাবে দেশে অণেক অনেক উন্নয়ন হয়েছে, আমাদের ভাগ্য পরিবর্তন হয়েছে।

১৮ আগষ্ট শুক্রবার কালিন্দী ইউনিয়নের পক্ষ থেকে চড়াইল মাঠে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারন সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, হুমায়ন গনি, হাজী আনোয়ার হোসেন, এহসান উদ্দিন, অনিক হোসেন, শাহজালাল ওপু প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতা করেন ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মো: ইয়ামিন ও কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মো: জিলহজ্ব।#

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেরানীগঞ্জে ৭ মার্চের ভাষণ সম্বলিত পঞ্চাশ হাজার লিফলেট বিতরণ

স্বাধীনতা সংগ্রামের প্রথম ডাক প্রামাণ্য ঐতিহ্য বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নতুন …

error: Content is protected !!