করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই : এসপি মারুফ হোসেন সরদার

করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।
রবিবার বিকালে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় মাস্ক বিতরন ও উঠান বৈঠককালে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা জেলা পুলিশ করোনা মোকাবেলায় সচেবতনামূলক এ কর্মসূচীর আয়োজন করে। পুলিশ সুপার আরও বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি না। যার কারনে হঠাৎ করোনার সংক্রমন বেড়ে গেছে। উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে আমাদের অবশ্যই করোনা প্রতিরোধ করতে হবে। আর করোনা প্রতিরোধ করতে হলে স্বাস্থ্যবিধি মানতে হবে।

এজন্য মাস্ক পরিধান, হাত ধোয়া ও সামাজিক দুরত্ব বজায় রাখার বিকল্প নেই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ, দক্ষিন) হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মো: নাসিম মিয়া, কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম, দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ, ডিবি (দক্ষিন) ওসি নজরুল ইসলাম প্রমুখ। #

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ধলেশ্বরীতে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু আনলোডিং; হুমকির মুখে তীর রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগ

কোনো ধরনের অনুমতি ছাড়াই কেরানীগঞ্জে ধলেশ্বরী তীরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে আশে পাশের …

error: Content is protected !!