কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরপাকড়-১

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় একজন দালালকে অন্য জনের ফাইলসহ গ্রেফতার করে এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। আটককৃত ব্যক্তির কোন পাসপোর্ট না থাকলেও অন্য জনের একের পর এক ফাইল নিয়ে অফিসে তদবিরের জন্য দৌড়াদৌড়ি করলে সিভিল পোশাকে পরিচালনা করা ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে। পরে যাচাই-বাছাই করলে সেই তার সপক্ষে সুস্পষ্ট কোন প্রমাণ দিতে পারেনি তাই দালাল হিসেবে তাকে আটক করা হয়।

জানা যায়, সোমবার ( ৪ সেপ্টেম্বর) দুপুরবেলা কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জিসিও, এনজিও সেল) কক্সবাজার। এসময় শাহ আলম (৩৫) নামের এক দালালকে আটক করা হয়। সেই উখিয়া উপজেলার জালিয়াপালং ইউপির মধ্যম নিদানিয়া ইনানী এলাকায় বলে জানা গেছে। এছাড়া জালিয়াপালং ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধনের দালালীসহ এই ইউনিয়ন পরিষদে তার একটা সিন্ডিকেট আছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। এছাড়া এই আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল কারণে সাধারণ নাগরিক হয়রানির শিকারসহ ঠিক সময় তজজপাসপোর্ট না পাওয়ার অহরহ অনেক অভিযোগ রয়েছে।

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবাগত এডি মামুন একজন দালালকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

সংরক্ষিত বনের চোরাই গাছ চিঁড়ার অভিযোগ; তিনটি অবৈধ করাতকল জব্দ!

আজিজ উল্লাহ, উপকূলীয় প্রতিনিধি: উখিয়া জালিয়াপালং ইউপির ছেপটখালী এলাকায় বনের ১০ কিলোমিটারের মধ্যে জনবসতিতে স্থাপিত …

error: Content is protected !!