কক্সবাজারে ব্যাডমিন্টন খেলায় বিবাদে জড়িয়ে ছুরিকাঘাতে দু’জনের মৃত্যু!

বিশেষ প্রতিনিধি:

কক্সবাজার বাসটার্মিনাল লারপাড়ায় স্কুল সংলগ্ন এলাকার মাঠে ব্যাডমিন্টন খেলা কে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে উভয় পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে দু’জন নিহত হয়েছে।

জানা যায়, ১৬ জানুয়ারি আনুমানিক রাত ১১.৫০ টার দিকে এই নৃশংস ঘটনাটি ঘটেছে। ছুরিকাহত হওয়ার পরপরই তাদের চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় দু’জনেরই মৃত্যু হয়। নিহতরা হলেন, স্থানীয় সিএনজি চালক মোহাম্মদ মনুর ছেলে মোহাম্মদ কায়সার(২৮) ও একই এলাকার মোহাম্মদ জনুর ছেলে সাইদুল(২৯)।

প্রত্যক্ষদর্শী জানায়, প্রতিদিনের মতো স্থানীয় পূর্ব লারপাড়া এলাকায় স্থানীয় স্কুল সংলগ্ন মাঠে এলাকার সিনিয়র এবং জুনিয়র টিম নিয়ে ব্যাডমিন্টন খেলা চলে আসছিল। এমন সময় খেলার জয়-পরাজয় কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে এবং তৎক্ষণাৎ প্রতিপক্ষের লোকজন এসে ছুরিকাঘাত করে দু’জনকে আহত করে। ফলে অতিরিক্ত রক্তক্ষরণের দু’জনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।লাশ দুটি সদর হাসপাতালের হিমঘরে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

সোনাগাজী সরকারি পাইলট হাইস্কুলের এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: সোনাগাজী মো. ছাবের সরকারি পাইলট হাইস্কুলের এলামনাই এসোসিয়েশনের পথ চলা শুরু হয়েছে। প্রথমবারের …

error: Content is protected !!