কংস নদীতে মাছ ধরতে গিয়ে নিঁখোজ এক যুবক

 

অমিত শর্মা সরকার, নেত্রকোনা সদর প্রতিনিধিঃ গত ৩০ জুন ২০২১ তারিখ ভোর আনুমানিক ০৫:০০ ঘটিকার সময় ঠাকুরাকোণা ইউনিয়ন বেতাটি এলাকায় মাসুদ মিয়া পিতাঃ মৃত দুদু মিয়া সাং- বেতাটি( বেপারী পাড়া) থানা ও জেলা – নেত্রকোনা নামে এক যুবক এর নিঁখোজ হয় মর্মে জানা যায়।মাসুদ মিয়া কংস নদীতে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসে নেই।

নিঁখোজ ব্যক্তিকে উদ্ধারে ঘটনাস্থলে ডুবুরি নামিয়ে খোঁজাখুজি করেও এখনও কোন সন্ধান পাওয়া যায়নি। কেহ নিঁখোজ মাসুদ মিয়ার সন্ধান পেলে মৃত অথবা জীবিত নেত্রকোণা মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা খন্দকার শাকের আহমেদ।

অফিসার ইনচার্জ- 01320-104185
ডিউটি অফিসার- 01320-104190
এসআই মোঃ আব্দুস সালাম- 01719-048027

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

লালপুরে বিশেষায়িত শিক্ষকদের মিলনমেলা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রাজশাহী বিভাগীয় বিশেষায়িত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ …

error: Content is protected !!