এ বিজয় জনগনের বিজয় : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এ বিজয় আমার একার নয়, এ বিজয় বাংলাদেশের সব জনগণের।’  রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আজ শনিবার  দুপুর আড়াইটার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিজয় সমাবেশের কার্যক্রম শুরু হয়। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শুরু হয় দুপুর ১২টা থেকে । কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, সালমা ও জলের গান ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে। আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন সমাবেশের আলোচনা পর্ব সঞ্চালন করছেন।

রাজধানীর বিভিন্ন স্থানের মতো শহীদ সোহরাওয়ার্দী কলেজ  থেকেও বিশাল মিছিল  সমাবেশে যোগদান করেন। মিছিলে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি,  সোহেল রানা এবং সাধারণ -সম্পাদক আবদুল ওয়াদুদ খান শুভ এবং কলেজ ছাত্রলীগের সকল নেতা কর্মীও উপস্থিত ছিলো ।

 

সজিব হাওলাদার

নিউজ ঢাকা ২৪।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

টেকনাফ শাখার ‘জাসাস’ এর সদস্য সচিব মেহেদী হাসান শুভ!

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) টেকনাফ শাখার ১১ সদস্য বিশিষ্ট  …

error: Content is protected !!