এসপি পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরা।

বদলিকৃত কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন।

গত ২৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি করা হয়।

এরও আগে গত ৩ আগস্ট এক প্রজ্ঞাপনে পুলিশের ৪০ জন কর্মকর্তাকে দেশের ৪০ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বাহারছড়ায় ১নং থেকে ৪ নং ওয়ার্ডে ভিজিডি তালিকাভুক্ত দুস্থ নারীদের মাঝে কার্ড বিতরণ সম্পন্ন!

আজিজ উল্লাহ, উপকূলীয় প্রতিনিধি সারাদিন প্রচন্ড গরমকে উপেক্ষা করে টেকনাফের বাহারছড়া ১ নং ওয়ার্ড থেকে …

error: Content is protected !!