কেরানীগঞ্জে নতুন করে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৬। বিষয়টি জানিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন
মীর মোবারক হোসেন জানান সোমবার নতুন করে ৪ জন আক্রান্ত হয়েছে। তবে বেশি খারাপ খবর হচ্ছে এদের মধ্যে কেরানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী ডাক্তার (৩২) ও একজন সহকারী এসিস্ট্যান্ড (২৮) রয়েছেন এবং একজন পুলিশ কর্মকর্তা (৩৫) রয়েছেন। এছাড়াও শাক্তা মালঞ্চ এলাকায় একজন (৬৫) বছর বয়সের ব্যাক্তির করোনা পজেটিভ শনাক্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, কেরানীগঞ্জবাসীকে আবারো বলছি আপনারা সতর্ক হন। বিনা কারনে ঘর থেকে বের হবেন না। অন্যথায় নিজেরাও আক্রান্ত হবেন, কেরানীগঞ্জকেও বিপদে ফেলবেন।