বেনজির আবরার, বিশেষ প্রতিনিধিঃ শৈল্পিকতার জগতে সকলেরই প্রবেশ ঘটে থাকে। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে যদি শৈল্পিকতার ছোঁয়া পায় ফ্যাশন, হাতের কাজে , জামা কাপড়ে।
ঠিক ‘Anamika’ এমনই একটি অনলাইন শপ সেটি সুযোগ করে দিচ্ছে আপনাদের। যেখানে আপনি চাইলেই পেতে পারেন নানা ধরনের জামা,পাঞ্জাবী,চাদর,মাটির হাঁড়ি সেগুলো তুলির স্পর্শে ফুটিয়ে তুলেছেন নিখুঁত চিত্রকর্ম,নাদিয়া এমনই একজন সফল নারী উদ্যোক্তা। যেন সহজ আখ্যানে শিল্পের নিদর্শন বৃহৎ পরিসরে।‘Anamika’ অনলাইন শপের স্বত্বাধিকারী নাদিয়া জানান, ‘Anamika’ গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে সৃজনশীল বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করছে। তিনি আরও জানান, তিনি নিজেকে এভাবেই সফলতার চূড়ান্ত পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে চান সময়ের স্রোতে এবং দৃষ্টান্ত স্থাপন করতে চান গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে নতুনত্বের ছোঁয়ায়। ‘Anamika’ অনলাইন শপটি গুলশান ১ এ অবস্থিত।