এই চক্রের কাজ হচ্ছে মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন বসতবাড়ির মটর ও টিউবওয়েল চুরি!

আজিজ উল্লাহ, উপকূলীয় প্রতিনিধি:

টেকনাফের বাহারছড়া বিভিন্ন এলাকার মসজিদ-মাদ্রাসার, মানুষের বসতবাড়ির, পানের বরজ ও ক্ষেত খামারের পানির প্রয়োজন মেটাতে স্থাপিত টিউবওয়েল এবং মটর দীর্ঘদিন ধরে চুরি করে যাচ্ছে একটি চক্র। জনতা এই চক্রের দুই সদস্যকে হাতেনাতে ধরেন। পরে গণধোলাই করে পুলিশের হাতে সোপর্দ করেছে।
গতকাল, শনিবার (১২ অগাস্ট) উত্তর শিলখালী বাইলের ছড়া জামে মসজিদের টিউবওয়েল চুরি করে তুলে নিয়ে যাওয়ার সময় এই চক্রের দুই সদস্যকে হাতেনাতে ধৃত করা হয়। এরা হচ্ছেন স্থানীয় উত্তর শিলখালী মৃত কবির আহমদের পুত্র মো. হাসান(২২) এবং তার সহযোগী বান্দরবান নাইক্ষ্যংছড়ি এলাকার মাহফুজুর রহমান(২৩) নামের এক ইজিবাইক চালক। সেই উখিয়া জালিয়াপালং ইউপির মনখালী কোনার পাড়ায় তার শশুর বাড়িতে থাকেন। তার কাজ হচ্ছে ইজিবাইক চলানোর আড়ালে বিভিন্ন এলাকা থেকে তার চক্রের সদস্যদের সাথে নিয়ে সুযোগ মতো মটর, টিউবওয়েল চুরি করা। পরে হাজার দুয়েক টাকায় বিক্রি করে।
ধৃত মাহফুজ তার স্বীকারোক্তিতে বলেন, ” হাসান এবং আমি দীর্ঘদিন ধরে উত্তর শিলখালীসহ বাহারছড়ার বিভিন্ন এলাকার মসজিদ মাদ্রাসা ও বসতবাড়ির মটর এবং টিউবওয়েল চুরি করে শামলাপুর আব্দুল মালেক নামের এক দোকানে বিক্রি করেন।

এদিকে তাদের আটকের পর এলাকার বিভিন্ন ভুক্তভোগী তাদের বসতবাড়ির, খামারের ও পানের বরজের মটর এবং টিউবওয়েল চুরি হওয়ার বিষয় তুলে আনেন। তাদের ধৃত করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে উখিয়া জালিয়াপালংনের ছেপটখালী, শামলাপুর, পুরান পাড়া, উত্তর শিলখালী, দক্ষিণ শিলখালী ও চৌকিদার পাড়াসহ বিভিন্ন এলাকা থেকে মটর, টিউবওয়েল খোয়ানোর বিষয়টি আরো জানাজানি হয়।

পুরান পাড়ার সাবেক মেম্বার মোক্তার আহমেদ জানান,” গত মাসে ধৃত এই মাহফুজুর রহমান পুরান পাড়া পাহাড়ের পাদদেশ এলাকায় তার জমিতে রায়তি হিসেবে ঘর বেঁধে থাকত। হঠাৎ সেখান থেকে মনখালী চলে যায়। পরেরদিন ১০ হাজার টাকায় স্থাপিত মটর উধাও হয়ে যায়।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের, এএসআই শোয়েব আখন্দ তার সঙ্গীয় ফোর্সসহ এসে তাদের উদ্ধার করে তদন্ত কেন্দ্র নিয়ে যায় বলে জানান।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরাইল …

error: Content is protected !!