উয়েফা ইউরোপা লিগের ড্র অনুষ্ঠিত
হয়েছে। সুইজারল্যান্ডে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এই ড্র।
১২টি গ্রুপে লড়বে মোট ৪৮টি দল। ‘বি’ গ্রুপে জায়গা হয়েছে এফএ কাপ চ্যাম্পিয়ন আর্সেনাল। এই গ্রুপে গানারদের প্রতিপক্ষ হিসেবে আছে আয়ারল্যান্ডের ডানডল্ক, র্যাপিড ভিয়েনা এবং মোল্দে। আরেক ইংলিশ জায়ান্ট টটেনহামের গ্রুপ ‘জে’। ‘
এফ’ গ্রুপে আছে ইতালিয়ান ক্লাব নাপোলি।
অন্যদিকে, আরেক ইতালিয়ার ক্লাব রোমার জায়গা হয়েছে গ্রুপ ‘এ’তে। এছাড়া গ্রুপ ‘জি’ তে আছে লেস্টার সিটি, এইচ এ আছে এসি মিলনি। অন্যদিকে, ইউরোপা লিগের ‘প্লেয়ার অব দ্যা ইয়ার’ পুরষ্কার পেয়েছেন ইন্টার মিলানের রোমেলু লুকাকু।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে
[sharethis-inline-buttons]