উত্তর শিলখালী প্রবাসীর আর্থিক সহায়তায় ভিক্ষুকের জন্য তৈরি হচ্ছে টাইলসসহ পাকা ঘর!

আজিজ উল্লাহ, উপকূলীয় প্রতিনিধি :

নিতান্ত অসহায় ও ভিক্ষুক হিসেবে এলাকায় পরিচিত ভূমিহীন জয়নাল বাহারছড়া উত্তর শিলখালীতে নিঃস্বদের তালিকা প্রনয়ণ করলে সবার আগে তালিকায় যার নাম চলে আসার কথা সরকারি কোন সহায়তাসহ মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর বাহারছড়ায় অসংখ্য মানুষের কপালে জুটলেও ভিক্ষুক জয়নালের ভাগ্য জুটেনি! তবু ভাগ্যের চাকা থেমে থাকেনি এবার উত্তর শিলখালীর মানবিক কয়েকজন প্রবাসীদের আর্থিক সহায়তায় ইটের তৈরি সেমি পাকা ঘর পাচ্ছেন জয়নাল

বাহারছড়া উত্তর শিলখালীর তরুণ আব্দুস শুক্কুর নাফিজ অসহায় ঘরহীন আব্দুল জলিলের মাথাগোঁজার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করেন। পরে প্রতিবেশী স্থানীয় হাজ্বি মরুহুম ফজল করিমের কনিষ্ঠ পুত্র সৌদি প্রবাসী মোহাম্মদ ইলিয়াসের দৃষ্টিগোচর হয়। এবার তিনি এগিয়ে আসে এবং মো. ইলিয়াস ৬হাজার ইট ৪টি জানালা ১টি দরজা ও নগদ ৪০ হাজার টাকা প্রদানের পাশাপাশি ও পুরো ঘর টাইলস করে দিচ্ছেন। সাথে আরেক প্রবাসী মো. রুবেল প্রকাশ লালু ৩০ হাজার টাকা সহায়তা পাঠান। এইছাড়া আরো বেশ কয়েকজন প্রবাসী ও স্থানীয় মানবিক যোদ্ধারা এগিয়ে এসে ঘর তৈরির পুরো কার্যক্রম হাতে নেন।

এদিকে আজ রবিবার( ১০ সেপ্টেম্বর) সকাল বেলা ঘর তৈরির কাজ উদ্বোধন করেন উত্তর শিলখালীর কয়েকজন মুরুব্বি। তারা বলেন, এভাবেই সবাই মিলে প্রতিবেশী অসাহায় গৃহহীনদের পাশে থাকলে কেহই ঘরহীন অবস্থায় থাকবে না।

এছাড়া উত্তর শিলখালীতে আরো কয়েকটি পরিবার গৃহহীন ও ভূমিহীন পরিবার রয়েছেন তারা হচ্ছে ফাতেমা বেগম, শেলাফি ও হাসিনা বেগম। তারা সম্পর্কে বোন। এরা দীর্ঘদিন ধরে সমুদ্র চরে সমুদ্রের সাথে যুদ্ধ করে বসবাস করে আসছে। এই অসহায়দের জন্য কী মুজিব বর্ষের ঘর জুটবে না? এরচেয়ে অসহায় উত্তর শিলখালীতে আর আছে বলে মনে হয় না বলে জানান মুরব্বিরা।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বাণিজ্য মেলায় লটারির আঁড়ালে মোটরসাইকেলের লোভ দেখিয়ে এলাকার টাকা হাতিয়ে নিচ্ছে!

বাণিজ্য মেলায় লটারির আঁড়ালে মোটরসাইকেলের লোভ দেখিয়ে এলাকার টাকা পাচার হচ্ছে কক্সবাজারে! টেকনাফের বাহারছড়া বাণিজ্য …

error: Content is protected !!