উচ্চ শিক্ষা লাভ করে ময়মনসিংহের প্রতি কৃতজ্ঞতাবোধ থাকতে হবে: নগরপিতা টিটু

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে নবীন বরণ, প্রবীণ বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানটি হয়।

ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি হাসিবুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি এ.বি.এম রিজওয়ান উল ইসলাম। এসময় নবীনদের উপহার সামগ্রী দিয়ে বরণ ও প্রবীণদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। প্রধান আলোচল হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট শাহ্ মনজুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল হোসেন, সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, অর্থনীতি বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. আবু রায়হান।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মশিউর রহমান জয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলো ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মেজবাহ।

প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ ও নিজের এলাকার উন্নয়ন করতে হবে। উচ্চ শিক্ষা লাভ করে তোমরা যেখানে থাকো না কেন ময়মনসিংহের প্রতি কৃতজ্ঞতাবোধ থাকতে হবে। তোমরা মুক্তমনে পড়ালেখা করে আরো এগিয়ে যাবে। শুধুমাত্র চাকরী ক্ষেত্রে ভাল করার উদ্দেশ্য যেনও না হয়। সকলকে ঐক্যবদ্ধ হয়ে বন্ধন তৈরি করে হবে সমাজের জন্য ভালো করতে হবে। আমি তোমাদের ভাই, তোমাদের পাশে থাকব, তোমাদের পাশে আছি। যদি কোন সহযোগিতা প্রয়োজন হয় সবটুকু আমি করব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

চূড়ান্ত ফলাফলেও ট্যালেন্টপুল বৃত্তি লাভ শাহীন মোস্তফা সিফাতের

আজিজ উল্লাহ: টেকনাফের বাহারছড়া ইউনিয়ন যুবলীগ নেতা মো. আলমের পুত্র প্রাথমিক শিক্ষা বৃত্তি পরিক্ষায় ট্যালেন্টপুল …

error: Content is protected !!