ইবি প্রতিনিধি: ছাত্রদের অধিকার আদায়ের লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের কাউন্সিল আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। আজ রবিবার এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি নূরুন্নবী সবুজ।
জানা যায়, আগামীকাল সোমবার সকাল ১১টায় বাংলা মঞ্চে ১৬তম কাউন্সিলে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হবে। ২টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
কাউন্সিল উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়র সিন্ডিকেট সদস্য মো. আকমল হোসেন। এতে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক সরদার রুহীন হোসেন প্রিন্স, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ফয়েজ উল্লাহ। কাউন্সিলে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি নূরুন্নবী সবুজ।
সম্মেলনকে সফল করতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি নূরুন্নবী সবুজ সাবেক, শুভানুধ্যায়ী, ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ আপামর ছাত্র সমাজকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।