সিয়াম, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন নির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আলমগীর-হান্নান প্যানেল। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে উপ-রেজিস্ট্রার আলমগীর হোসেন ও সম্পাদক নির্বাচিত হয়েছেন উপ-রেজিস্ট্রার আব্দুল হান্নান। আজ সোমবার হারুন-আনোয়ার প্যানেল প্রত্যাহার করে নেয়।
অফিসার্স এসোসিয়েশনের প্রচারিত তফসিল এর ধারা ৮ মোতাবেক চুড়ান্ত তালিকাভুক্ত প্রার্থীগণ ব্যতিত অন্য সকল প্রার্থী তাদের প্রার্থীপদ প্রত্যাহার করায় চূড়ান্ত তালিকাভুক্ত প্রার্থীগণকে বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার সাইফুল আলম।
নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, রুহুল আমীন, যুগ্ম সাধারন সম্পাদক মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক শফিউল ইসলাম।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রবীন্দ্রনাথ, মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আকতার। নির্বাহী সদস্য মীর জিল্লুর রহমান, গোলাম মওলা, গোলাম মাহফুজ (মঞ্জু), মওদুদ আহমেদ (পরাগ), ওয়াজেদ আলী, জিয়ারুল ইসলাম।