ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন তৃতীয় পর্যায়ে প্রথম সংশোধিত প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে ড. নওয়াব আলীকে নিয়োগ প্রদান করা হয়েছে। সম্প্রতি রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আসমা নাসরীনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
ড. নওয়াব আলী বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে কর্মরত আছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, পরিকল্পনা বিভাগের প্রদত্ত ক্ষমতাবলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
উল্লেখ্য, এর আগে ড. নওয়াব আলী বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত রেজিস্টার সহ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার হিসেবে ৪ বছর কর্মরত ছিলেন বলে জানা গেছে।