ইবির আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষা সফর সম্পন্ন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের এক দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। এ শিক্ষা সফরের ভেন্যু ছিল বাগেরহাটের ষাটগম্বুজ ও সুন্দরবন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী শিক্ষক-শিক্ষার্থীরা বাগেরহাটের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করেন।

বিভাগের সভাপতি ড. মোহাম্মদ নাছির উদ্দীন আযহারীর দিকনির্দেশনায় বিভাগের আরেক শিক্ষক সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসেনের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক জ্ঞান অর্জনের লক্ষ্যে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। শিক্ষা সফরে র‌্যাফেল ড্র, সাংস্কৃতি অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়।

জানা যায়, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের কোর্স কারিকুলামের অংশ ছিল এই শিক্ষা সফর। বিভাগটির ৫০ জন ছাত্র-ছাত্রী বাগেরহাটের ষাটগম্বুজ ও সুন্দরবনে ভ্রমণে যান। শিক্ষা সফরের মাধ্যমে ছাত্রছাত্রীরা বাগেরহাটের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে বাস্তব ধারনা নেন। সেইসাথে শিক্ষার্থীরা বাগেরহাটের বিভিন্ন দর্শনীয় স্থানে আনন্দে মেতে উঠেন। সুশৃঙ্খল আয়োজন ও সুস্থ বিনোদনচর্চা সকলকে মুগ্ধ করেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

চূড়ান্ত ফলাফলেও ট্যালেন্টপুল বৃত্তি লাভ শাহীন মোস্তফা সিফাতের

আজিজ উল্লাহ: টেকনাফের বাহারছড়া ইউনিয়ন যুবলীগ নেতা মো. আলমের পুত্র প্রাথমিক শিক্ষা বৃত্তি পরিক্ষায় ট্যালেন্টপুল …

error: Content is protected !!