ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার আইন অনুষদের সেমিনার রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিভাগটির সভাপতি ড. মোহাম্মদ নাছির উদ্দীন আযহারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকা।
বিশেষ অতিথি গবেষণা তত্বাবধায়ক ও বিভাগের অধ্যাপক ড. নাজিমুদ্দিনের তত্ত্বাবধানে পিএইচডি গবেষক মোহাম্মাদ তৈয়্যেবুর রহমান তাঁর গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। গবেষক মোহাম্মাদ তৈয়্যেবুর রহমান ‘ইসলামে বিচার ব্যবস্থার স্বাধীনতা: একটি পর্যালোচনা’ বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে মূখ্য আলোচক ছিলেন অধ্যাপক ড. এ. কে. এম. নুরুল ইসলাম এবং ড. আবুবকর মো. জাকারিয়া মজুমদার।
এছাড়া সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. হামিদা খাতুন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাব, সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসাইন, সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন প্রমুখ।