ইবিতে দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

সিয়াম: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলামিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর আইকিউএসির সভাকক্ষে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি ড. মোহাম্মদ নাছির উদ্দীন আযহারীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় সহউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও আইন অনুষদে ডিন ড. সৈয়দা সিদ্দীকা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘প্রচলিত আইনে সব কিছু আছে। তাই আইন প্রয়োগে আমাদেরকে আরও মানবিক ও যত্নবান হতে হবে। এবং লক্ষ্য রাখতে হবে কোন নিরপরাধ ব্যক্তি যেন আইনের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন, ড. এ. কে. মুহা. নূরুল ইসলাম, অধ্যাপক ড. আবুবকর মো. জাকারিয়া মজুমদার, অধ্যাপক ড. মোছা. হামিদা খাতুন, ড. আলতাফ হোসেন, অধ্যাপক ড. এয়াকুব আলী, অধ্যাপক ড. শাহজহান মণ্ডল, অধ্যাপক ড. রেবা মণ্ডল, অধ্যাপক ড. হালিমা খাতুন ও ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেডক্রস এর হিউমেনিটেরিয়ান এ্যাফেয়ারস এডভাইজার শরীফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

‘মানুষের মত মানুষ হতে হলে ‘মনুষ্যত্ববোধ’ জাগ্রত করতে হবে’

ঢাবি প্রতিনিধি: আমরা ক’জন মুজিবসেনা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জলিল জাহান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি মোহাম্মদ …

error: Content is protected !!