ইফতার নিয়ে অসহায়দের পাশে জবিস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ 

জবি প্রতিনিধি :দু:স্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ। সোমবার (১০ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় প্রায় শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উপদেষ্টা ইব্রাহিম হোসাইন সানিম,ভূগোল ও পরিবেশ বিভাগ ছাত্রলীগের সভাপতি আদিত্য পাটওয়ারী আকরাম, পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর, সিএসই বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক জুনায়েদসহ আরো অনেকে।

ইফতার বিতরণ কর্মসূচী সম্পর্কে সংগঠনের উপদেষ্টা ইব্রাহিম হোসাইন সানিম বলেন, দু:স্থ অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণের মাঝে একধরনের মানসিক তৃপ্তি কাজ করে। ছাত্রসংঠনগুলোর মৌলিক কাজই থাকে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করা। দেশরত্ন শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে সমাজের সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

উল্লেখ্য, প্রতি বছরই এই সংগঠনটি নিজ উদ্যোগে ক্যাম্পাসে ইফতার বিতরণ কর্মসূচী পালন করে আসছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিসিএস পরিক্ষা দিচ্ছেন টেকনাফের আরাফাত, ফেইসবুকে দোয়া কামনা!

সংবাদ বিজ্ঞাপ্তি: আগামীকাল শুক্রবার ( ১৯ মে) ২০২৩ইং সালের সোনার হরিণ নামক বিসিএস ৪৫ তম …

error: Content is protected !!