#ফেস_ওয়াশ_শেষ? #শ্যাম্পু_শেষ? #মুখে_লোম_বেড়ে_গেছে?
বেসন হল অন্যতম সহজলভ্য উপাদান, যা দিয়ে আপনি খাওয়া থেকে শুরু করে রূপচর্চা, চুলচর্চা সবই করতে পারেন। ভাজাপোড়ায় এর ব্যবহার নিয়ে কথা না বলে আজকে বলছি নিজের যত্নে কিভাবে বেসন ব্যবহার করা যায় সে বিষয়ে।
বেসনে থাকা প্রোপার্টি এক্নের সাথে ফাইট করে,ফেসের ইনফেকশন কমিয়ে আরাম দিতে সাহায্য করে।ক্লিঞ্জিং এর কাজ করে।
ফেসওয়াশ শেষ?
বেসন এবং পানি/রোজ ওয়াটার মিক্স করে পেস্ট বানিয়ে ফেসে ২মিনিট ম্যাসাজ করতে হবে।
এতে ফেস ক্লিন হওয়ার পাশাপাশি স্কিন সফট হবে,রক্ত সঞ্চালন বাড়বে।
বেসন দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন ফেস মাস্ক। নিচে কয়েকটি উদাহরণ দিলামঃ
★বেসন+রোজ ওয়াটার+ডালের গুড়া-এতে স্কিন সফট থাকে,ফেস ক্লিন হবে,ট্যান কমায়।
★বেসন+মধু- এন্টি এজিং এর জন্য হেল্পফুল।
★বেসন+১ চিমটি হলুদ+টক দই- সানট্যান কমায়,ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে,স্কিন ইনফেকশন কমায়।
★বেসন+ চন্দন গুড়া+ দুধ/রোজ ওয়াটার/টক দই- পিম্পল এর দাগ কমাতে অনেক সাহায্য করে।পিম্পল কমাতেও সাহায্য করে।
★বেসন+নিমের গুড়া+পানি/রোজ ওয়াটার- ব্রন কমাতে সাহায্য করবে।
★বেসন+দুধের সর+মধু- ড্রাই স্কিনের জন্য প্যাকের পাশাপাশি ময়েশ্চারাইজিং এর ও কাজ করবে।
প্রতিটা প্যাক ই ১০-১৫মিনিট পর ধুয়ে ফেলবেন।পুরোপুরি শুকানোর আগেই।
মুখে লোম বেড়ে গেছে?
বেসন+মেথি পাউডার(না থাকলে বার দিতে পারেন)+১চিমটি হলুদ+এলোভেরা জেল+সরিষা তেল
সব একসাথে মিশিয়ে কিছুটা ঘন প্যাক বানিয়ে ফেসে দিবেন।মোটামুটি শুকিয়ে আসলে ভেজা হাতে ৩-৪মিনিট নিচ থেকে উপরের দিকে ম্যাসাজ করে ধুয়ে ফেলবেন।
এই প্রক্রিয়ার হাতেনাতে রেজাল্ট পাওয়া যায় না,২/৩মাস সময় লাগে,তবে রেগুলার (সপ্তাহে ২/৩দিন) করলে হেয়ার গ্রোথ অনেক কমে যাবে। একি প্যাক শরীর এবং ঘাড়েও ব্যাবহার করতে পারেন।
বেসন দিয়ে করে নিতে পারেন স্ক্রাবিং এর কাজও।
বেসন+চালের গুড়া+ রোজ ওয়াটার/পানি একসাথে মিক্স করে স্ক্রাব করতে পারেন।
মরা কোষ কমায়,রক্ত চলাচল বাড়ায়,দাগ হাল্কা করে।
শাম্প্যু শেষ?
চুলের লেন্থ অনুযায়ী বেসন নিয়ে পানি মিশিয়ে মোটামুটি ঘন আর পাতলার মাঝামাঝি একটা পেস্ট বানিয়ে ফেলুন।এরপর চুলে দিয়ে ১০মিনিট রেখে ধুয়ে ফেলুন।
এছাড়া ডান্ড্রফের সমস্যা থাকলে লেবু আর বেসন মিশিয়ে পেস্ট বানিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করলে ডান্ড্রফ কমাতে সাহায্য করবে।
হেয়ার প্যাক হিসেবেও বেসন ব্যাবহার করতে পারেন।
বেসন+১টা ডিম+মধু/যেকোন তেল মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন।