ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স ২০২০-২১ সেশনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় অনুষদ ভবনের চতুর্থ তলায় ৪০৩ নং কক্ষে এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ এ এন এম এরশাদুল্লাহ।
এ সময় বিদায়ী শিক্ষার্থী এনামুল হক নাবিলের সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিভাগটির শিক্ষক অধ্যাপক ড. আবুল খায়ের মোহাম্মদ ওয়ালিউল্লাহ, অধ্যাপক ড. সেকেন্দার আলী,অধ্যাপক ড. মইনুল হক, অধ্যাপক ড. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন, অধ্যাপক ড. আকতার হোসেন, অধ্যাপক ড. এ এইচ এম নুরুল ইসলাম, অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. ওয়ালিউল্লাহ, অধ্যাপক ড. মুজাহিদুর রহমান ও অধ্যাপক ড. আবু তুরাব মো. কেরামত আলী।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মুতাসিম বিল্লাহ, আবুল হাসান ও আল আমিনসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।