আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১নং যুগ্ম মহাসচিব জবির আলতাফ হোসেন

নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডেপুটি রেজিস্ট্রার মো: আলতাফ হোসেন বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১নং যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন। ১নং যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হওয়ায় আলতাফ হোসেনকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

গত শনিবার (২৯ জুলাই) ঢাকা জাতীয় প্রেসক্লাবে সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী সৈয়দ মুহাম্মদ ইকরাম।

নবনির্বাচিত কমিটির সভাপতি পদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার মীর মোর্শেদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম হিরা নির্বাচিত হন।

প্রসঙ্গত,মো: আলতাফ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে হিমেল-রকি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে …

error: Content is protected !!