আনোয়ারায় ছয় ফার্মেসীকে ৭০ হাজার টাকা জরিমানা

এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা,চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কয়েকটি ফার্মেসীতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ রাখা ও বিক্রির দায়ে ছয়টি ফার্মেসীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৭ জুন) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার চাতরী চৌমুহনী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী’র নেতৃত্বে ও চট্টগ্রাম ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন,অনুমোদনহীন ঔষধ সংরক্ষণ করায়, ঔষধের গায়ে লেখা নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট তাপমাত্রায় ঔষধ না রাখায় এবং ফিজিসিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করার কারণে চাতুরী চৌমুহনী বাজারের ছয় ফার্মেসীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ বিক্রয় বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিয়ে বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হানায় নববধূর স্বর্ণলঙ্কার লুট,নারীদের মারধর, জখম! 

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলজিইডি রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিয়ের বাড়িতে সশস্ত্র …

error: Content is protected !!