আত্মসমর্পণকারী কারবারির বাড়ি থেকে বিশাল মাদকের চালানসহ স্বর্ণ ও টাকা উদ্ধার!

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:

টেকনাফের সাবরাং ইউপির লেজির পাড়া এলাকা থেকে আত্মসমর্পণকারী মাদক কারবারি ইদ্রিসের বাড়ি থেকে ৭০ হাজার পিস ইয়াবা, ২০ ভরি অবৈধ স্বর্ণালংকার এবং নগদ ১লাখ ৪৫ হাজার টাকাসহ কাশেম (৪০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় প্রকৃত ইয়াবার মালিক ইদ্রিস বাড়িতে না থাকায় আটক করা সম্ভব হয়নি।

জানা যায়, শুক্রবার ( ২১ এপ্রিল) টেকনাফের সাবরাং লেজির পাড়া হতে বিশেষ সংবাদের ভিত্তিতে কক্সবাজার পুলিশ সুপারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ টেকনাফ মডল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হালিমের নেতৃত্বে এস আই মো.হোসাইন, এসআই সজীব, এসআই আবু সাঈদ, এসআই রাজেশ বড়ুয়া, এসআই এআল-আমীন ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে কাশেমকে আটক করা হয়।

উল্লেখ্য, ইয়াবার প্রকৃত মালিক ইদ্রিস ১০২ জন আত্মসমর্পনকারী মাদক সিন্ডিকেটের একজন সদস্য। আত্মসমর্পনের পরেও সে তার এই অবৈধ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। টেকনাফের অনেক আত্মসমর্পনকারী এখনো ইদ্রসের মতো বিশাল মাদকের চালান অবৈধভাবে নাফ নদী পেরিয়ে মায়ানমার হতে দেশে আমদানি করছে। গড়ে তুলেছে অবৈধ সম্পদের পাহাড়।মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার এবং পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে জেলা পুলিশ সুপার মাহফুজর রহমানের নির্দেশে টেকনাফ মডেল থানা অবিরাম অভিযান পরিচালনা আসছে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

লালপুরে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আ.লীগের কর্মী সভা

সজিবুল হৃদয়: নাটোরের লালপুরে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০মে) বিকাল …

error: Content is protected !!