আজিজ উল্লাহ, উপকূলীয় প্রতিনিধি:
টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের এনজিও সংস্থা আইএমও এর আয়োজনে নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, সোমবার ( ২০ নভেম্বর) সকাল ১১ টায় দিকে বাহারছড়া ইউনিয়ন পরিষদ হল রুমে এনজিও সংস্থা আইএমও কর্তৃক নিরাপদ অভিবাসন ও মানবপাচার বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় এনজিও সংস্থা আইএমও এর কর্মকর্তা অমল বিশ্বাস বলেব,” মানব পাচারকারীরা বেশি বেতন ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে সমুদ্র পথে বিদেশ পাঠানোর কথা বলে অসহায় মানুষের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তাই দালালের খপ্পরে না জড়িয়ে নিরাপদে বিদেশ যাওয়ার জন্য শ্রমিকদের প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি করতে হবে, সঠিক উপায়ে পাসপোর্ট সংগ্রহ করতে হবে, অন্তত দুটি হিসাব খোলা দরকার একটিতে পারিবারিক খরচ অন্যটিতে নিজের ভবিষ্যতের জন্য টাকা জমানোর চেষ্টা করতে বলা হয়। বিদেশ যাওয়ার আগে সেদেশে চাকরির ধরণ, সুযোগ-সুবিধা ও আইনকানুন সম্পর্কে ধারণা নেওয়া , বিদেশ থেকে বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানো এবং দেশে আসার আগে নিজে আর্থিক সমস্যার সম্মুখীন না হওয়ার জন্য দেশে লাভজনক খাতে টাকা ইনভেস্ট করে রাখার জন্য তাগিদ দেয়া হয়েছে। ”
এই সভার সহযোগী ESDO এর মাধ্যমে একটি সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করা হয়।যেখানে নিরাপদে বিদেশ যাওয়ার সমগ্র ধারনা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতি ছাড়া আরো যারা উপস্থিত ছিলেন, বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিক, ৪,৫ ও ৫ ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদের সচিব ফরিদ উদ্দিন, এনজিও সংস্থা আইএমও এর কর্মকর্তা- রিপন চক্রবর্তী, ইএসডিও এর কর্মকর্তা নির্মল মজুমদার, নুর মোহাম্মদ ও মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় বিভিন্ন শ্রমিক ও বিদেশ যাওয়ার আগ্রহী বিভিন্ন যুবকরা।