তুই হারাম খোর
ঘুষের টাকায় বাড়ি গাড়ি
ভোগ বিলাসে মত্ত ভারি
দিচ্ছিস সদাই জারি জুরি
দেশটাই যেনো তোর,
তুই হারাম খোর।
নিয়ম নীতি ভংগ করে
প্রভাব বলয় বিস্তার করে
সমাজটাকে ধ্বংস করার
সব চক্রান্ত তোর,
তুই হারাম খোর।
খাদ্যের সাথে বিষ মিশিয়ে
তামাশা করিস জীবন নিয়ে
মজুত করে সংকট দেখাস
ইচ্ছে মতো দাম বাড়াস
ফুলেফেঁপে ব্যবসা বাড়ে তোর,
তুই হারাম খোর।
পাতিহাঁস হাতি সাজে
খালি কলসি বেশী বাজে
বাঁধা দিচ্ছিস আলোর পথে
ধ্বস নামাতে সমাজটাতে
সব বাহানা তোর,
তুই হারাম খোর।
মাদক নেশায় আসক্ত করে
যুব সমাজ ধ্বংস করে
টুলছে যখন নেশার ঘোরে
লুটে পুটে নিচ্ছিস চোর,
তুই হারাম খোর।
নেশার ঘোর কেটে যাবে
যুব সমাজ জেগে উঠবে
রক্ত নেশায় তোকে খুঁজবে
তোর সম্রাজ্য ধ্বংস করবে
টুঁটি ধরে তোকে আনবে
তখন কি হবেরে তোর,
তুই হারাম খোর।
পারিস যদি ফিরে আসতে
ভালো কাজের সঙ্গী হতে
সমাজটাকে গড়ে তুলতে
ক্ষমা হয়তো মিলবে তোর,
তুই হারাম খোর ।
কবি: ব্যাংকার