আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:
টেকনাফের বাহারছড়া চৌকিদার পাড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ডজন মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।সেই মাদকের গডফাদার হিসেবে নিজ এলাকা থেকে দীর্ঘদিন বাহারছড়া পাহাড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার (৪ মে) গভীর রাতে বিশেষ সংবাদের ভিত্তিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের চৌকস এসআই মো. হোসনে মোবারক টেকনাফ মডেল থানার ওসি, ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মছিউর রহমানের নির্দেশেনায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হ্নীলা ইউপির রঙ্গীখালী ফকির আহমেদের পুত্র মো. আফছার কামাল প্রঃ রায়হান (৩৩)কে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবত তাহার নিজ এলাকা হ্নীলা ইউনিয়ন হতে পলাতক হয়ে উপকূলীয় বাহারছড়া ইউনিয়ন এলাকায় পাহাড়ে আত্মগোপনে ছিল। ধৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মাদক মামলা, ৩টি অস্ত্র মামলা ও ২ টি অন্যান্য মামলার এজাহারে অভিযুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে মাদক এবং জমি ক্রয়ের লেনদেন হিসেবে কয়েকটি চেকের মামলা রয়েছে বলেও জানা যায়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক(এসআই)মো. হোসনে মোবারক জানান, “ওয়ারেন্ট তামিলের নিয়মিত অভিযানের অংশ হিসেবে উক্ত আসামী নিজ এলাকা হতে পলায়ন করে পাহাড়ে আত্মগোপনে থাকা অবস্থায় কৌশলে তাহাকে গ্রেফতার করতে সক্ষম হই।গ্রেফতারকৃত এই আসামী পাহাড়ে নিয়মিত অপহরণ, ডাকাতি, মাদক ব্যবসার সহিত জড়িত আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে”।