অর্থনীতি বিভাগের মিলনমেলা: যেখানে প্রানের উচ্ছ্বাস

আগামী ৪ ফেব্রুয়ারি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের মিলনমেলা। মিলনমেলা যে উদ্দেশ্যে সংগঠিত হচ্ছে তার পেছনের গল্পটি ৩৩ বছরের পুরোনো। যে গল্পের প্রতিটি চরিত্র বিগত তিন দশক ধরে সফলতার সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সমগ্র পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে এঁকে চলছে সফলতার গল্পগাথা। যা সংযোজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সফলতার মুকুটে। নতুন নতুন পালক এবং গল্পটিকে করছে আরো প্রাঞ্জল, সরল, আদর্শিক এবং মানবিক আমাদের আগামীর প্রজন্মের জন্য।

মিলনমেলা হলো প্রবীণের সাথে নবীনের মেলবন্ধনের  মাধ্যমে ভবিষ্যতের সাথে সেতুবন্ধন করার আয়োজন। ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ করার আয়োজন, সাফল্য ও ব্যর্থতার গল্পের আয়োজন ও গল্পগুলোকে নতুনভাবে জানার আয়োজন। এই আয়োজনে যারা শামিল হয়েছেন এবং হতে পারে নাই তাদের এবং আমাদের ভেতর সংযোগ স্থাপনের মাধ্যম আমাদের এই অ্যালামনাই এসোসিয়েশন সকল সৎ উদ্দেশ্যের সফলতা কামনা করছি।

পৃথিবীতে মানুষকে বিভক্ত করেছে বহু কারণ, তৈরী হয়েছে ২০৬ টি রাষ্ট্র। যদি একীভূত হতো তাহলে পৃথিবী একটি হতো, রইতো না সীমানার গন্ডি। এই আয়োজন আমাদের একই সূতায় বাধার প্রয়াস করেছে এবং সফলভাবে আমাদেরকে এক করতে পেরেছে। এটিই এই অনুষ্ঠানের স্বার্থকতা।

বিগত তিনদশক ধরে যে সকল শ্রদ্ধেয় শিক্ষাগুরুরা আমাদেরকে সঠিক পথ প্রদর্শনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের মানবসম্পদ হিসেবে রূপান্তর করে চলেছেন আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি৷

এই কর্মযজ্ঞের লক্ষ্য হলো সকলের ভেতর সম্প্রীতির মনোভাব তৈরীর মাধ্যমে সকলের কাঁধে কাঁধ রেখে সফলতার সাথে এগিয়ে যাওয়া। যেখানে আমি আমার অনুজদের এরকম মহৎ উদ্যোগে আমাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের কাঁধকে শক্তিশালী করার জন্য আহবান জানাচ্ছি।

আমাদের আগামী প্রজন্মের চাহিদাগুলো যদি বর্তমান প্রজন্ম পূরণে ব্যর্থ হয় তাহলে দেশ ও জাতি অস্তিত্ব সংকটে ভূগবে। যদি আমরা সকলে মিলে বাংলাদেশ সরকারের প্রতিটা হাতকে নিজ নিজ অবদানের মাধ্যমে ও নিজ নিজ জায়গা থেকে শক্তিশালী করে জাতির ভবিষ্যৎকে নিরাপদ করতে, সহায়তা করার মনোভাব গড়ে তুলতে পারি। তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নে দেখা সোনার বাংলার বাস্তবরূপ তারই যোগ্য উত্তরসূরী বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং চতূর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অর্থনীতির শিক্ষার্থী হিসেবে আমাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। সেই লক্ষ্যে আত্ম উন্নয়েনের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গঠন করে আগামীর স্মার্ট বাংলাদেশ আমরাই গড়বো।

জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।

নাসিম আহমেদ জয়
সাধারণ সম্পাদক
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
অর্থনীতি বিভাগ 
সেশন ২০১৪-১৫

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বাহারছড়া ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন শিকদারের খোলা চিঠি!

ডেস্ক: প্রিয় টেকনাফ বাহারছড়া ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম। মহান আল্লাহর রহমতে আশা করি আপনারা ভাল আছেন। …

error: Content is protected !!