পল্লব আহমেদ সিয়াম: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ডামুড্যা রিপোর্টার্স ইউনিটির প্রথম প্রকাশনা সুবর্ণ কথা ২১ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হয় উক্ত ম্যাগাজিন।
শুক্রবার (৪ জুন) বিকাল ৩ টায় ডামুড্যা উপজেলা অফিসার্স ক্লাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
এতে ডামুড্যা উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিরাজ সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী।
ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক নান্নু মৃধা, সাবেক সভাপতি নুরুল ইসলাম খোকন।
ডামুড্যা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি নুরুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আরিফিন, অর্থ সম্পাদক জাকির হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ওমর ফারুক, ধর্মবিষয়ক সম্পাদক কাজী হাফিজ উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আবু রায়হান সিদ্দিক, সোহেল রানা ও মাহবুবুর রহমানসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডামুড্যা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মাদবর।
প্রধান অতিথির বক্তব্যে ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি বলেন, সাংবাদিকতা একটা মহান পেশা। যা একটা দেশের দর্পণস্বরূপ যা একটা দেশের দূর্নীতি ও বাল্যবিবাহ মতো অনৈতিক কর্মকান্ড প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।