আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:
টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার শিবিরে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা অপহরণ চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় আটককৃত আসামির তথ্যের নিমিত্তে অপহরণের সময় খোয়ানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলটি এক কলেজ পড়োয়া শিক্ষার্থীর।
জানা যায়, সোমবার (৮ মে) টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান পরিচালনা করেন, গত ৬ মে বিকাল সাড়ে ৪টার সময় অপহরণ মামলার মূল আসামী নয়া পাড়া রেজিস্ট্রার ক্যাম্প কে ব্লক-ডি এর রোহিঙ্গা শরনার্থী মো. রশিদের ছেলে আমান উল্লাহ (২৩)কে ক্যাম্প হতে গ্রেফতার করা হয়। কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, পিপিএম (বার) এর নির্দেশে উখিয়া সার্কেল অফিসার রাসেল, পিপিএম-সেবার সার্বিক দিক- নির্দেশনায় এলআইসি শাখার সহযোগিতায় টেকনাফ মডেল থানার এসআই মো. হুসাইন তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তার দেয়া তথ্যের ভিত্তিতে অপহরণের শিকার ফয়সাল নামের স্থানীয় এক মেম্বারের ছেলে ভিক্টিমের ব্যবহৃত মোবাইলটি অপর আসামী একই ক্যাম্পের ব্লক-ডি এর মো. ইসমাইলের ছেলে মো. শফি(২২) এর নিকট হতে জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত উভয় অপহরণ চক্রের সদস্য এবং সম্পর্কে তারা মামা-ভাগিনা। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫/৪/২০২৩ তারিখ ভোর আনুমানিক ৪:০০ ঘটিকার সময় হৃীলা ইউনিয়নের সাবেক মেম্বার বাবুলের ছেলে ফয়সাল (১৭) মসজিদে নামাজ আদায়ের জন্য বাড়ি হতে বের হলে অজ্ঞাতনামা অপহরণকারীরা তাকে সিএনজি যোগে অপহরণ করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তীতে সে উদ্ধার হয় এবং টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল হালিম জানান,” আটককৃত এ সংক্রান্ত আসামীরা স্বীকারোক্তিমূলক জবানবন্দী বিজ্ঞ আদালতে প্রদান করেছে।এদিকে তাদের মূল উদ্দেশ্য উদঘাটনসহ জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।